ঘরে ছাগল ঢোকাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে আক্রান্ত মা ও মেয়ে
ঘরে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শুরু হয় বচসা। বচসার জেরে হাতাহাতিতে জখম হয় মা ও মেয়ে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর অঞ্চলের খোপাকাটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। দুই প্রতিবেশীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন সোনাভান বিবি(৪২) ও রুমেলা খাতুন(১৬)। রুমেলা ইসলামপুর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। জানা গিয়েছে, সোনাভান বিবির একটি ছাগল ঢুকে পড়ে প্রতিবেশী মোজাম্মেল হোসেনের ঘরে। এই নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। বচসার জেরে লাঠিসোটা নিয়ে মা ও মেয়েকে মারধরের অভিযোগ ওঠে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। আহত অবস্থায় মা ও মেয়ে দু'জনকেই প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
আহত রুমেলা খাতুন জানিয়েছে, তাদের একটি ছাগল হঠাৎ করে প্রতিবেশী মোজাম্মেল হোসেনের ঘরে ঢুকে পড়ে। এই নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে মোজাম্মেল হোসেন এবং তার ছেলে মোস্তাক হোসেন। গালিগালাজের প্রতিবাদ করতেই লাঠিসোটা নিয়ে তাদের মারধর করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
ভিডিয়োঃ কৃতাঙ্ক