ঘরছাড়া কিশোরী, পুলিশের উদ্যোগে ফিরে পেল পরিবার

স্থানীয় মানুষের তৎপরতায় ঘর থেকে পালানো এক কিশোরীকে উদ্ধার করল মালদা থানার পুলিশ৷ আজ পুলিশের পক্ষ থেকে ওই কিশোরীকে তুলে দেওয়া হয় মালদা জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে৷ একই সঙ্গে খবর দেওয়া হয় কিশোরীর বাড়িতে৷ এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদায়৷
ওই কিশোরীর নাম অঞ্জলি কুমারী (১১)৷ মালদা থানার পুলিশকে সে জানিয়েছে, তার বাড়ি বিহারের কাটিহার শহরের হাইস্কুল পাড়ায়৷ সে পঞ্চম শ্রেণিতে পড়ে৷ গতকাল তার মা পড়াশোনার জন্য তাকে খুব বকাবকি করেন৷ মায়ের উপর রাগ করে সে বাড়ি থেকে বেরিয়ে একটি ট্রেনে উঠে যায়৷ পৌঁছে যায় ওল্ড মালদা স্টেশনে৷ স্টেশনে নেমে সে ঘোরাঘুরি করছিল৷ সেখানে তাকে কয়েকজন জিজ্ঞাসাবাদ করেন৷ এরপরেই পুলিশ তাকে থানায় নিয়ে আসে৷
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওল্ড মালদা স্টেশনে অজানা মেয়েটিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সেখানে উপস্থিত মানুষজনের সন্দেহ হয়৷ জেরা করে সদুত্তর না পাওয়ায় খবর দেওয়া হয় মালদা থানায়৷ এরপরেই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে মেয়েটির বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ তাঁরা মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ আজ মেয়েটিকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে৷ সেখান থেকে পরিবারের লোকজন তাকে ঘরে নিয়ে যাবেন৷
প্রতীকী ছবি।