গয়ায় দুর্ঘটনায় মৃত্যু মালদার শ্রমিকের

ফের ভিনরাজ্যে মৃত্যু হল মালদার শ্রমিকের৷ এবার বিহারের গয়ায় শ্রমিকের কাজ করতে গিয়ে মারা গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী৷ দুর্ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার৷ এদিন সকালে মৃত ছাত্রের দেহ ঘরে ফিরে এসেছে৷ ঘটনার প্রেক্ষিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷
মৃত ছাত্রের নাম মোজাম্মেল হক৷ বয়স ১৮ বছর৷ বাড়ি পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বরকোল গ্রামে। বাবা এমাজুদ্দিন শেখ বয়সের ভারে আক্রান্ত৷ কাজকর্ম করতে পারেন না৷ তাঁর ৫ ছেলে ২ মেয়ে৷ বড়ো তিন ছেলে অনেকদিন ধরেই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন৷ গত ৮ এপ্রিল টাওয়ারের কাজে গয়ায় যায় মোজাম্মেলও৷ স্থানীয় বরকোল হাইস্কুলে পড়াশোনা করত মোজাম্মেল৷ এবারই সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল৷ গত মঙ্গলবার দুপুরে শ্রমিকদের জন্য খাবার নিয়ে একটি ট্র্যাক্টরে চেপে যাচ্ছিল সে৷ রাস্তায় ওই ট্র্যাক্টরের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়৷ গুরুতর আহত মোজাম্মেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি৷ এদিন তার মৃতদেহ গ্রামে ফিরে এসেছে৷
স্থানীয় তৃণমূল নেতা তথা বরকোল হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি মহম্মদ আমিনুল হক বলেন, মোজাম্মেল অত্যন্ত দুস্থ পরিবারের ছেলে৷ মাধ্যমিক পরীক্ষার পর দুই আড়াই মাস ছুটি রয়েছে তার৷ পরিবারের কথা ভেবে সেই সময় ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে৷ কিন্তু গত মঙ্গলবার এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় গ্রামের অন্যান্যদের সঙ্গে তিনিও ভীষণ শোকাহত৷ সরকারের কাছে তিনি মোজাম্মেলের পরিবারকে কিছু আর্থিক সাহায্য করার জন্য আবেদন জানাবেন৷ স্থানীয়ভাবেও ওই পরিবারকে সাহায্য করা হবে৷
ছবিটি প্রতীকী সৌজন্যে পিক্স অ্যাবে।