গ্যাস সিলিন্ডার লিক করে ভস্মীভূত হল বাড়ি

ওল্ড মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল বাড়ি। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন নেভার পরে ঘটনাস্থলে পৌঁছানোয় এলাকাবাসীরা দমকলকর্মীদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন।
পুরাতন মালদার পুরসভার অন্তর্গত ১০ নং ওয়ার্ডের মঙ্গলবাড়ির কাইফুল সেখের বাড়িতে তাঁর স্ত্রী দুপুরে রান্না করছিল রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিক করে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে ওই গৃহবধূ বাইরে বেরিয়ে চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এলেও ঘরের সমস্ত জিনিসপত্র, টাকা-পয়সা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় সাময়িকভাবে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে আসে মালদা জেলা দমকলকর্মীরা। কাইফুল শেখের ছেলে সাদ্দাম হোসেন জানায়, নগদ ৪২ হাজার টাকা সমেত বাড়ির সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলেও আগুন নিয়ন্ত্রণে আসার পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান তিনি।
১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ হোসেন জানান, ওই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে, তাঁদের পুরসভার পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
ছবিটি প্রতীকী।