গাজোলে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ

আজ সকালে দুই লরির মুখোমুখি সংঘর্ষ হয় গাজোলের দেওতলা এলাকায়। ঘটনায় মৃত্যু হয় দুই লরিচালকেরই৷ আহত দুই লরির খালাসি৷ খবর পেয়ে গাজোল থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে৷ আহতদের ভর্তি করা হয়েছে গাজোল গ্রামীণ হাসপাতালে৷ গোটা ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে৷
আজ সকালে হিলি থেকে মালদা অভিমুখে আসছিল একটি খালি লরি৷ উলটোদিক থেকে হিলি অভিমুখে যাচ্ছিল পাথর বোঝাই আরেকটি লরি৷ দেওতলায় কাছে ৫১২ নম্বর জাতীয় সড়কে একটি লরির চাকা ফেটে যায়৷ নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটি উলটোদিক থেকে আসা লরিটিকে ধাক্কা মারে৷ সেই দৃশ্য দেখে ছুটে আসেন এলাকার মানুষজন৷ স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুই লরির চালকেরই মৃত্যু হয়েছে৷ তাঁরা হলেন খাবির শেখ (২২) ও সাফারুল শেখ (২১)৷ দুজনের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাওড়া থানার সাহেবডাঙা গ্রামে৷ আহতদের নাম জুলন শেখ ও উমর ফারুক৷ তাঁরাও একই এলাকার বাসিন্দা৷ কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷