গঙ্গায় তলিয়ে গেল চতুর্থ শ্রেণির ছাত্র

স্নান করতে এসে গঙ্গানদীতে তলিয়ে গেল চতুর্থ শ্রেণির ছাত্র, দুইদিন পরে প্রায় ৫০০ মিটার দূরবর্তী স্থান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বীরনগর ১নং গ্রাম পঞ্চায়েতের মুকুন্দটোলা এলাকায় গান্দারিনালা ঘাটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
অভিশপ্ত শিশুর নাম কার্তিক দাস (৯)। বাবা বিশ্বনাথ দাস, বৈষ্ণবনগর থানার বীরনগর-১নং গ্রাম পঞ্চায়েতের মুকুন্দটোলা এলাকার বাসিন্দা। রবিবার দুপুর ১টা নাগাদ পরিবারের এক সদস্যের সঙ্গে শিশুটি গান্দারিনালা ঘাটে স্নান করতে যায়। সাঁতার কাটতে না পারায় তলিয়ে যায় ছোট্ট কার্তিক। পরিবারের পক্ষ থেকে খোঁজা-খুঁজি শুরু হলেও তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে দুইদিন পর কার্তিকের মৃতদেহ পাওয়া যায় ঘটনাস্থলের প্রায় ৫০০ মিটার দূরবর্তী এলাকায়। স্থানীয় গ্রামবাসী খগেন্দ্রনাথ দাস জানিয়েছেন, স্নান করতে এসে চতুর্থ শ্রেণীর ছাত্র গঙ্গানদীর গান্দারিনালা ঘাটে তলিয়ে যায়। প্রায় দুই দিন পরে তার মৃত দেহ পাওয়া যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের গ্রামে।
ছবিটি প্রতীকী।