কালিয়াচকের সীমান্ত থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার নকল ভারতীয় নোট
দুটি পৃথক অভিযানে মালদায় আবার উদ্ধার হল ১১ লক্ষ টাকার নকল নোট। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। গতকাল রাতে কালিয়াচক ও বৈষ্ণবনগর থানা এলাকা থেকে নকল নোটগুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে।
গতকাল রাতে কালিয়াচকের ১৮ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে ৪ লক্ষ টাকার নকল নোট সহ এক যুবককে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জওয়ানদের দেখে ওই যুবক মোটরবাইক নিয়ে পালানোর চেষ্টা করে। যদিও তার সেই চেষ্টা সফল হয়নি। ধৃত যুবকের নাম বিপ্লব মণ্ডল(৩৫)। বাড়ি কালিয়াচক থানার গোঁসাইটোলা গ্রামে। তার হেপাজত থেকে ২০০টি ২ হাজার টাকা অর্থমূল্যের নকল ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোটরবাইক এবং মোবাইল ফোনও। এদিন তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
গতকাল রাতে বিএসএফ-এর সহযোগিতায় আরও একটি অভিযান চালায় সিআইডি। অভিযানে বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোড় এলাকায় ধরা পড়ে বিশ্বজিৎ মণ্ডল (২০) ও মংলু শেখ(৫০) নামে দুই নকল নোটের কারবারি। তাদের হেপাজত থেকে ৭ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়। বিশ্বজিতের বাড়ি বৈষ্ণবনগর থানার জৈনপুর গ্রামে। মংলু কালিয়াচক থানার গোপালনগর গ্রামের বাসিন্দা। সিআইডি'র পক্ষ থেকে জানানো হয়েছে, মংলু দীর্ঘদিন ধরেই নকল নোট কারবারে যুক্ত। এর আগেও সে নকল নোট পাচারে গ্রেফতার হয়েছিল। ২২ মাস সংশোধনাগারে থাকার পর কিছুদিন আগে সে ছাড়া পেয়েছে।
রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানায় সিআইডি।
ভিডিয়োঃ কৃতাঙ্ক