এক লক্ষ টাকার নকল নোট সহ গ্রেফতার দুই

এক লক্ষ টাকার নকল নোট সহ পাচারকারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। এদিন ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকায় ওই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের এদিন জেলা আদালতে পেশ করা হয়েছে।
থানা সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন হাইওয়ে পেট্রোলিং-এর দায়িত্বে থাকা পুলিশকর্মীরা৷ ওই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদের ব্যাগে তল্লাশি চালানো হয়৷ উদ্ধার হয় এক লক্ষ টাকার নকল নোট৷ গ্রেফতার করা হয় ওই দুই পাচারকারীকে৷ ধৃতরা হল করিম শেখ (৪৫) ও মহম্মদ নূর আলম (২২)৷
ধৃতদের এদিন জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের অনুমান ধৃত ব্যক্তিদের কাছে আরও নকল নোট থাকতে পারে।