উদ্ধার বাংলাদেশি টাকা, ভারতের কপালে ভাঁজ
এবার কি ভারত থেকে বাংলাদেশে নোট পাচারের ছক কষেছে নোট কারবারীরা? তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে মালদায়৷ রবিবার ইংরেজবাজার থানার ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর থেকে ১০ লক্ষ ৯৭ হাজার টাকার বাংলাদেশি নোট উদ্ধার করেছে বিএসএফ৷ ভারতীয় মুদ্রায় এই নোটের অর্থমূল্য ৮ লক্ষ ৫৫ হাজার ৬৬০ টাকা বলে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে৷

বিএসএফ-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র পিআরও রবি রঞ্জন জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল মহদিপুরের লোধিয়া বিওপি’র কাছে জাল পাতেন বিএসএফ জওয়ানরা৷ সন্ধে সাড়ে ৬টা নাগাদ এক ভারতীয়কে কাঁটাতারের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়৷ ওই ব্যক্তি একটি প্যাকেট কাঁটাতারের ওপারে ছুঁড়ে দেয়৷ সঙ্গে সঙ্গে তাকে তাড়া করেন জওয়ানরা৷ কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি৷ এরপর জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বাদামী রঙের প্লাস্টিক মোড়ানো প্যাকেট উদ্ধার করেন৷ সেই প্যাকেট থেকে ৭৮০টি হাজার টাকা, ৬২৯টি ৫০০ টাকা ও ২৫টি ১০০ টাকার বাংলাদেশি নোট উদ্ধার করা হয়৷ এদিন উদ্ধার করা নোটগুলি মহদিপুর শুল্ক দপ্তরের হাতে বিএসএফ-এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে৷
এতদিন বাংলাদেশ থেকে এদেশে জাল নোট আমদানি হওয়ার খবরই পাওয়া যেত৷ কিন্তু এবার প্রতিবেশী দেশের নোট উদ্ধারের ঘটনায় কপালে ভাঁজ পড়েছে এদেশের নিরাপত্তা বাহিনীর৷ তবে উদ্ধার হওয়া বাংলাদেশি নোটগুলি আসল না জাল, তা এখনও বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়নি৷