আন্তর্জাতিক তাইকোণ্ডে ব্ল্যাকবেল্টের অধিকারী মালদার ছয়

তাইকোণ্ড ক্যাম্প ফর বেঙ্গল এরিয়ার উদ্যোগে মালদা জেলায় অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী প্রথম আন্তর্জাতিক তাইকোণ্ড চ্যাম্পিয়নশিপ -২০১৮। ইংরেজবাজার শহরের সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ, ইথিওপিয়া, সিঙ্গাপুর,নেপাল সহ ভারতের হরিয়ানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর,পাঞ্জাব,অসম রাজস্থান সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের প্রায় ৭৫০ জন প্রতিযোগী, কোচ ও অফিসিয়ালস অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইংরেজবাজার পুরসভার পুরপতি নীহাররঞ্জন ঘোষ। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ জ্যোতিষ দাস। ব্যক্তিগত ও দলগত ভাবে ৮ টি বিভাগে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় ৮ প্রতিযোগী ব্ল্যাক বেল্টের সম্মান লাভ করে। এই ৮ জন প্রতিযোগীর মধ্যে শ্যাম ঠাকুর, কৌশিকি বোস, আতিশ রায়, অঙ্কুরিমা বোস, সুরজিৎ সিংহ ও দেবযানীকে রায় মালদা জেলার বাসিন্দা। অন্য দুজন এই খেতাবের অধিকারী হলেন উত্তরপ্রদেশের অমিত কুমারী মৌর্য ও হরিয়ানার নারায়নজিৎ। আয়োজক সংস্থার পক্ষে রামাশিষ দাস অনেকটা ক্ষোভের সঙ্গে জানান যে জেলায় কোন বিমানবন্দর না থাকায় অনেক বিদেশি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি।