আগুনে ভস্মীভূত খড় বোঝাই লরি
খেত থেকে খড় নিয়ে যাওয়ার সময় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি ছোটো লরি। গতকাল রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলিনগর গ্রামে। অল্পের জন্য রক্ষা পেয়েছে গ্রামের বাড়িঘর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১১টা নাগাদ আলিনগর এলাকার একটি খেত থেকে খড় ভরতি করে কালিয়াচকের দিকে যাচ্ছিল একটি ছোটো লরি। লরিটিতে তার বহনক্ষমতার থেকে অনেক বেশি খড় তোলা হয়েছিল। ফলে সেই খড় অনেকটা উঁচু অবস্থায় ছিল। আলিনগর এলাকায় সেই খড়ের সঙ্গে রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারের সংযোগ ঘটে। সঙ্গে সঙ্গে লরির খড়ে আগুন লেগে যায়। প্রথমে চালক দুর্ঘটনার বিষয় বুঝতে পারেননি। তিনি আগুন লাগা অবস্থাতেই লরি নিয়ে এগোতে থাকেন। বাতাসে আগুন একসময় বড়ো আকার নেয়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে খড়। একসময় আগুন গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে। সেই সময় চালক ও খালাসি লরি ছেড়ে পালিয়ে যান। এদিকে সেই দৃশ্য দেখে স্থানীয় মানুষজন ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেও সফল হননি। খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। যদিও তার আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় লরিটি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
ভিডিয়োঃ ক্রিতাঙ্ক