আগুন পোহাতে গিয়ে মৃত্যু

আত্মীয়ের সৎকাজ সেরে বাড়িতে ফিরে আগুন পোহাতে গিয়ে প্রাণ হারালেন বিধবা৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলমপুর সংলগ্ন ঢিপা এলাকায়৷ এদিন গাজোল থানার পুলিশ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে৷
গাজোল থানার আলমপুরের বাসিন্দা মাইনো মার্ডি। বয়স ৪৮ বছর। গতকাল রাতে আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন ধরে মৃত্যু হয়েছে তাঁর। মৃতার ছেলে যোসেফ কিসকু জানান, বেশ কয়েক বছর আগে তাঁর বাবার মৃত্যু হয়েছে৷ বাবার মৃত্যুর পর তাঁর মা নিজেই একটি ছোট্ট ঘরে বসবাস করতেন৷ গতকাল তাঁদের এক আত্মীয় মারা যান৷ তাঁর মা’ও সেই আত্মীয়ের সৎকাজে অংশ নিয়েছিলেন৷ কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়৷ তিনি বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন৷ সন্ধেয় বাড়ি ফিরে স্নান সারেন তাঁর মাও৷ রাতে স্নান করায় ঠাণ্ডা লেগে যায় তাঁর৷ তিনি উনুনের পাশে আগুন পোহাচ্ছিলেন৷ অসাবধানতাবশত হঠাৎ তাঁর মা’র শাড়িতে আগুন লেগে যায়৷ প্রথমে তিনি তা বুঝতে পারেননি৷ আগুন তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়লে তিনি বিষয়টি বুঝতে পারেন৷ ঠিক তখনই তাঁর এক দাদা তাঁদের বাড়িতে আসেন৷ তিনি মায়ের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন৷ তাঁরা দৌড়ে মায়ের ঘরে যান৷ কিন্তু অনেক চেষ্টা করেও মাকে বাঁচাতে পারেননি তিনি৷ মায়ের সাড়াশব্দ না পেয়ে তিনি টর্চ জ্বালিয়ে দেখতে পান, ঘরের ভিতর মায়ের পোড়া দেহ পড়ে রয়েছে৷ শরীরে তখনও আগুন জ্বলছে৷ রাতেই তাঁরা গাজোল থানায় খবর দেন৷ পুলিশ মায়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়৷ এদিন তাঁর মায়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷
গাজোল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।