আইটিআই মোড়ে নতুন আকর্ষণ মিউজিক্যাল ফাউন্টেন
ইংরেজবাজার পুরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শহরবাসীকে নতুন উপহার মিউজিক্যাল ফাউন্টেন। শহরের পশ্চিমে আইটিআই মোড়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে এই মিউজিক্যাল ফাউন্টেন একথা জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ।
তিনি বলেন, এই স্থানে ফোয়ারা যেমন চলবে সেই সঙ্গে বাজবে মিউজিক। ফোয়ারার বিভিন্ন আলোকে আলোকিত হবে এলাকা। এলাকায় শিশুদের বসার ব্যবস্থা থাকবে। শহরে অন্য যে সকল ফোয়ারাগুলি আছে তার থেকে এই ফোয়ারা অনেক উন্নত বলে জানান নিহারবাবু। শহরবাসী বিশেষ করে শিশুদের মনোরঞ্জনের আদর্শ স্থান হবে এটি এই আশা করেন তিনি। তিনি জানান, খুব শীঘ্রই এই ফোয়ারার উদ্বোধন করা হবে এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
8 views