অবৈধ পোস্ত চাষ রুখতে বাইক র্যালি

অবৈধভাবে করা পোস্ত চাষ বন্ধ করতে জেলা জুড়ে সচেতনতা র্যালি আয়োজন করল পুলিশ প্রশাসন। মালদা জেলাতে 'জিরো পপি মিশন ২০১৭-১৮' কে সামনে রেখে ইংরেজবাজার থানা থেকে ১২টি মটর বাইকের এক বাইক র্যালি শুরু হয়। থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু সবুজ পতকা দেখিয়ে র্যালির সূচনা করেন। র্যালিটি থানা থেকে বের হয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর এলাকার প্রতিটি অলিগলি প্রদক্ষিণ করে। পূর্ণেন্দুবাবু জানান আন্তর্জাতিক সীমান্তের ওই এলাকায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে প্রচার করা ও জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মালদা থানার উদ্যোগে একই উদ্দেশ্যে বুধবার মোটরবাইক র্যালির আয়োজন করা হয়। যেন কেউ অবৈধভাবে পোস্ত চাষ না করে, সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিটি থানা থেকে বের হয়ে সাহাপুর, মুচিয়া অঞ্চলের সমস্ত এলাকা পরিক্রম করে। মালদা থানার আইসি মানবেন্দ্র সাহা জানান, মানুষকে পোস্ত চাষ নিয়ে সচেতন করতে তাদের এই উদ্যোগ। পরবর্তীতেও তারা এমন আরও উদ্যোগ গ্রহণ করবেন সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে।
পাশাপাশি এদিন বামনগোলা ব্লকের বামনগোলা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে একটি মোটরবাইক র্যালির আয়োজন করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই র্যালিটি পোস্ত চাষের বিরুদ্ধে সচেতনতামূলক র্যালি। অবৈধ পোস্ত চাষ রুখতে ও জনসাধারণকে সচেতন করতে এই র্যালি করা হয় পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। এই র্যালি বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।