অপহৃত মেয়ে, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে অপহৃত কিশোরী৷ এই অভিযোগ উঠেছে বৈষ্ণবনগর থানার দুই শত বিঘি গ্রামে৷ ওই কিশোরীর বাবার অভিযোগ, এনিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলেও তাঁর মেয়েকে উদ্ধারে গরিমসী করছে পুলিশ৷ আজ তিনি জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে মেয়েকে উদ্ধারের আর্জি জানিয়েছেন৷ মেয়েকে দ্রুত উদ্ধার করে দেওয়া হবে বলে তাঁকে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার৷

বৈষ্ণবনগর থানার সুকদেবপুর গ্রামের বাসিন্দা গৌতম রায়৷ তাঁর ১৭ বছরের মেয়ে সুস্মিতা রায় স্থানীয় হাইস্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ে৷ গৌতমবাবু বলেন, গত ১৩ তরিখ থেকে মেয়েকে খুঁজে পাচ্ছেন না তাঁরা৷ সেদিন দুপুর ২টা নাগাদ সে দুই শত বিঘি গ্রামে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল৷ আর তার খোঁজ নেই৷ তিনি খোঁজ নিয়ে ঝানতে পারেন, দুই শত বিঘি গ্রামের টোটোন মণ্ডল নামে এক যুবক তাঁর মেয়েকে অপহরণ করেছে৷ শুধু সে নয়, এই অপহরণের ঘটনার তার পরিবারের লোকজনও যুক্ত৷ তিনি গোটা ঘটনায় টোটোন সহ ৪ জনের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করেন৷ কিন্তু পুলিশ মেয়েকে উদ্ধারে কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ প্রতিদিন থানায় গিয়ে ঘুরে আসছেন তিনি৷ বাধ্য হয়ে আজ তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন৷ পুলিশ সুপার তাঁকে আশ্বাস দিয়েছেন, দ্রুত তাঁর মেয়েকে ঘরে ফিরিয়ে আনা হবে৷