অজানা জ্বরে মৃত্যু
সারা রাজ্যের সঙ্গে মালদা জেলা জুড়ে বেড়ে চলেছে অজানা জ্বর ও ডেঙ্গু জ্বরের প্রকোপ। এমনই এক অজানা জ্বর নিয়ে শুক্রবার রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন পুরাতন মালদার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনির বাসিন্দা তন্ময় হাজরা (৩৩)। এরপর ভোররাত ৩টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে এলাকায় ছড়ায় আতঙ্ক।

ওয়ার্ডে জায়গা না থাকায় বেডের পরিবর্তে মাটিতে আশ্রয় নিয়েছে রুগিরা
স্থানীয়রা বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন থেকে অসুস্থ ছিল তন্ময়বাবু। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাতে ভর্তি করা হয়। ভোর রাত ৩টা নাগাদ তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিয়েছিল তাঁর মধ্যে, কিন্তু চিকিৎসা করার আগেই মৃত্যু হয় তাঁর যদিও এখনো সরকারি মতে মৃত্যুর সংখ্যা তিন, কিন্তু বেসরকারি মতে তা তিনগুণ। এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে ব্যাপক হারে ভিড় বেড়েছে জ্বরে আক্রান্ত রুগিদের। রুগির তুলনায় বেড সংখ্যাও অনেক কম ফলে মাটিতে আশ্রয় নিতে হয়েছে আক্রান্তদের। কার্যত অন্যান্য জেলার সাথে মালদা জেলাতেও ডেঙ্গু মহামারির আকার ধারন করেছে। যদিও গোটা ঘটনা নিয়ে জেলার স্বাস্থ্য দপ্তরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। হাসপাতালে চিকিৎসাধীন রোগির আত্মীয়রা জানান, অজানা জ্বর ও ডেঙ্গু জ্বর নিয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। কিন্তু হাসপাতালে রোগির পরিমাণ প্রচুর পরিমাণে থাকায় অসুবিধায় পড়েছেন রোগি ও রোগির আত্মীয়রা। ওয়ার্ডে জায়গা না থাকায় বেডের পরিবর্তে মাটিতে আশ্রয় নিয়েছে রুগিরা।