১২ কুইন্টাল মাদক তৈরির কাঁচামাল উদ্ধার
গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর কালিয়াচক জোনাল ইউনিট ও বিএসএফ-এর ফরাক্কা ইউনিট প্রায় ১১৯০ কেজি পোস্তর খোসা উদ্ধার করে। কালিয়াচক-৩ ব্লকের তিন জনের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে এই মাদকজাত কাঁচামাল উদ্ধার করা হয়। গোটা ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জিয়াউল হক, লাল্টু শেখ ও সেলিম শেখ। এদের সকলেই বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গেছে, এই পোস্তর খোসাগুলি শিলিগুড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর কালিয়াচক ইউনিট সূত্রে আরো জানা যায় সম্ভবত এই সমস্ত খোসাগুলি নেশার সামগ্রী তৈরির কাজে ব্যবহৃত করার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।