মহিলারা একজোট হয়ে রুখলেন মাদক কারবারিদের
ফের মহিলাদের হাতে ধরা পড়ল মাদক ব্যবসায়ীরা৷ আজ পুরাতন মালদার সাহাপুরের রায়পুর এলাকার মহিলারা ৪ মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেন৷ এদের মধ্যে একজন প্রতিবন্ধী মহিলা মাদক কারবারিও রয়েছে৷ এই ঘটনায় আপাতত একজন গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ।
মহিলারা ৪ মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেন
পুরাতন মালদার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক কারবার চক্র৷ বিভিন্ন এলাকার মহিলারা একজোট হয়ে এই কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন৷ সম্প্রতি তাঁরা ২ মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেন৷ তাঁরা আজ ফের অভিযান চালান মাদক কারবারিদের বিরুদ্ধে৷ স্থানীয়দের অভিযোগ, জোতগোবিন্দপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মায়া দেবনাথ নিজের বাড়িতে মাদক বিক্রি করেন৷ স্থানীয়দের দাবি, তাঁর হেপাজত থেকে উদ্ধার হয় হেরোইনের পুরিয়া৷ এরপর মহিলারা তাড়া করে ধরে ফেলেন আরও ৩ কারবারীকে৷ এদের মধ্যে অজয় মণ্ডলের বাড়ি স্থানীয় চর কাদিরপুর গ্রামে৷ আরেকজন ১৮ বছরের সুমন ঘোষ৷ তার বাড়ি ইংরেজবাজারের কাঞ্চনটার এলাকার খাসিমারি গ্রামে৷ তবে ইংরেজবাজার বিশ্বনাথ মোড় এলাকার বাসিন্দা চতুর্থ মাদক কারবারির নাম এখনও জানা যায়নি৷
স্থানীয় বাসিন্দারা জানান, হেরোইন, ব্রাউন শ্যুগারের মতো মাদকের নেশায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে৷ ছোটো ছোটো ছেলেমেয়েরাও এই নেশায় জড়িয়ে পড়ছে৷ তাই এলাকার মহিলারা একজোট হয়ে এলাকা থেকে এই ব্যবসা বন্ধ করার শপথ নিয়েছেন৷ মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তেজিত জনতার হাত থেকে ৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে৷ এদের মধ্যে কাঞ্চন ঘোষকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে৷
প্রতীকী ছবি।
Tags: