আগ্রায় পথ দুর্ঘটনায় মৃত্যু চালকের, শোকের ছায়া চাঁচলে
লরি ও পুলকারের সংঘর্ষের মৃত্যু হল চাঁচলের এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রা এক্সপ্রেস জাতীয় সড়কে। মৃতদেহটির ময়নাতদন্তের প্রক্রিয়া সেরে জেলায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে চাঁচলে।
মৃত চালকের নাম আলেক আলি (৩০। বাড়ি চাঁচল থানার খরবা গ্রামপঞ্চায়েতের এলাকার নিচলামারী গ্রামে। জানা গেছে, দিল্লিতে শ্রমিকের কাজ করে পুলকার কিনেছিলেন আলেক। দীর্ঘদিন ধরেই সেখানে নিজেই গাড়ি চালিয়ে অর্থ উপার্জন করত। লকডাউন ঘোষণার পর পশ্চিমবঙ্গ থেকে দিল্লি আন্তঃরাজ্য ভাড়া নিয়ে যেতে শুরু করেন তিনি। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আগ্রা এক্সপ্রেস জাতীয় সড়কে লরির সঙ্গে আলেক সাহেবের পুলকারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত চালকের পরিবারের জন্য সরকারি সাহায্যের আবেদন তুলেছেন এলাকাবাসীরা।
[ আরও খবরঃ ডিজিট্যাল যুগে বাধ সাধে নি লন্ঠন, যমজ বোনের সাফল্য উচ্চমাধ্যমিকে ]
চাঁচল-১ নম্বর বিডিও সমীরণ ভট্টাচার্য জানান, মৃতের স্ত্রীর বিধবা ভাতার জন্য আবেদন করতে বলা হয়েছে। সময় অনুযায়ী আওতাধীন হবে বিধবাভাতায়। পাশাপাশি মৃতের শিশুর পড়াশোনার খরচ বহন করা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে ব্লক অফিসে বলে জানা গেছে।