ড্রেনে নোংরা জল ফেলা নিয়ে বিবাদ, খুনের চেষ্টার অভিযোগ
ড্রেনে নোংরা জল ফেলা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদের জেরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে খুনের চেষ্টায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার অর্ন্তগত মিল্কি ফাঁড়ির সাট্টারী এলাকায়। আহত ছাত্র আঞ্জুলুল মোমিন বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সে স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে আঞ্জুলুল মোমিনের বাড়ির ড্রেনে নোংরা জল ফেলছে প্রতিবেশী খাবিরুদ্দিন মোমিনের পরিবারের লোকজন। ওই জল ফেলতে বার বার নিষেধ করেন আঞ্জুলুলের বাবা দানেশ মোমিন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। মঙ্গলবার সকালে সেই বিবাদ চরম আকার নিলে খাবিরুদ্দিন মোমিন ও তাঁর দুই ছেলে দানেশ মোমিনের বাড়িতে চড়াও হয়ে তাঁদের মারধর করতে থাকে। সেই সময় আঞ্জুলুল তাঁর বাবা মাকে বাঁচাতে গেলে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে আসতেই খাবিরুল মোমিন ও তাঁর দুই ছেলে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসা হলে আঞ্জুলুলের বাবা ও মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ওই ছাত্রের মাথায়, পিঠে ও হাতে আঘাত থাকায় তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। ঘটনার তদন্তে নেমেছে মিল্কি ফাঁড়ির পুলিশ।
7 views