পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের ১২তম মালদা জেলা সম্মেলন
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল ১২তম মালদা জেলা সম্মেলন। দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান। মালদা জেলা টাউন স্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মসূচীর সফলতা, দুর্বলতা ও তাঁদের আগাম কর্মসূচী নিয়ে এদিন আলোচনা করা হয়।
পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের মালদা জেলা সম্পাদক জানান, তাঁরা ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি উৎসাহ বাড়াতে বিভিন্ন কর্মসূচি চালাচ্ছেন। কুসংস্কার দূরীকরণের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসমস্ত বিষয়েও তাঁরা জেলার বিভিন্ন অংশে অভিযান চালাচ্ছেন।
ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত হয়েছিল বিজ্ঞান মনস্ক প্রদর্শনী। এদিন প্রদর্শনীতে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষদের এবং ছাত্র ছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য এবং বিজ্ঞান মূলক সচেতনতা বাড়ানোর জন্য এরকম আলোচনা ও সম্মেলন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এমনই মনে করছে অনুষ্ঠানের উদ্যোক্তারা।
ভিডিয়োঃ কৃতাঙ্ক