দেবদিত্য ঠাকুর
স্কুল খোলার একমাস পর গরমের ছুটি পড়ল ১৩ মে৷ এই ছুটিতে আমি মানালিতে গিয়েছিলাম বেড়াতে স্কুলের সাথে৷ ১৫ মে আমরা রওয়ানা দিলাম৷ ট্রেনে বড়ো দিদি-দাদাদের সাথে আনন্দ করতে করতে পৌঁছালাম দিল্লি৷ তারপর রওনা দিলাম মানালির উদ্দেশ্যে৷ পথে যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য দেখলাম৷ এক জায়গায় ময়ূরও দেখলাম পাহাড়ে৷ বড়ো বড়ো রাস্তা দিয়ে এঁকে বেঁকে পৌঁছালাম মানালি৷ সেখানে চারপাশে শুধু পাহাড়, কিছু পাহাড়ের মাথায় বরফ৷ আমাদের ক্যাম্পে দুশোটা আপেল গাছ ছিল৷ পরদিন আমরা গেলাম যোগিনী জলপ্রপাত দেখতে৷ অনেক উঁচু পাহাড় থেকে জল নীচে পাথরে পড়ছিল৷ চারিদিকে তার শব্দ, নীচে শহরটা ছবির মতো লাগছিল৷ কিছুপরে আমরা ক্যাম্পে নেমে আসলাম৷ পরদিন সকালে আমরা বেড়িয়ে পড়লাম স্নো-পয়েন্টের উদ্দেশ্যে সেখানে পৌঁছে বরফ নিয়ে আমি অনেক খেললাম৷ ক্যাম্পে নেমে এসে পরদিন অনেক নতুন কিছু আমরা শিখলাম স্যারদের কাছে যেমন দড়ি ধরে পাহাড় থেকে নামা, দড়ির সাহায্যে নদী পার হওয়া৷ আরও কয়েক জায়গা ঘুরে আমরা মানালি ছেড়ে রওয়ানা দিলাম৷ খুব মন খারাপ করছিল স্টেশনে পৌঁছালে বাবা আমায় কোলে তুলে নিল৷ তারপর বাড়ি ফিরলাম৷ এবার গরমের ছুটি আমার খুব ভালো কাটল৷
দেবদিত্য ঠাকুর
দ্বিতীয় শ্রেণি, ড্যাফোডিল পাবলিক স্কুল