এভাবেও ফিরে আসা যায়...
এ এক অন্যরকম ফেরা। অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে কারাবাসের পর ঘরে ফেরে অনেকেই। কিন্তু সত্যিই জীবনের মূল স্রোতে তারা ফিরতে পারে কি? সেক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের সম্মানজনক জীবিকার অভাব। অন্ন সংস্থানের জন্য আবার তারা অনেকেই বাধ্য হয়ে ফিরে যায় অপরাধ জগতে। অভিনব প্রকল্প 'ফেরা'-র মাধ্যমে মালদা জেলা পুলিশ এবার সেই সকল ব্যক্তি যারা কারাবাসের শাস্তির মেয়াদ শেষে জীবনের মুল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিল।
জেলা পুলিশ ও কারা-বিভাগের সমীক্ষায় দেখা গেছে, অধিকাংশ অপরাধী বিশেষ করে যারা সম্পত্তির জন্য আইন নিজেদের হাতে তুলে নেয়, তারা বারংবার অপরাধ করে। এমনকি যারা প্রাথমিক ভাবে ছোটোখাটো অপরাধ করে শাস্তি পায়, পরবর্তীতে তারা বড় অপরাধের সাথে জড়িয়ে পড়ে। মালদা জেলা পুলিশ এই ‘ফেরা’ প্রকল্পের মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করতে আগ্রহী, যাতে তারা আর আইন ভঙ্গের কাজ না করে।
আর এই উদ্যোগে সামিল হয়েছে রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অধীন জেলা শিল্প কেন্দ্র। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে স্বনির্ভরতার সুযোগ রয়েছে এই বিভাগে। গত চার মাস ধরে জেলার ১৪টি থানার অধীনস্থ এলাকার ৩১ জন সাজার মেয়াদ উত্তীর্ণ অপরাধীকে বাছা হয়েছে যারা নিছক জীবিকার তাগিদে অপরাধে সামিল হয়েছিল। বাছাইয়ের পর তাদের সাথে এবং প্রত্যেকটি পরিবারের সাথেও কথা বলেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত অধিকারিকগণ। খুঁজে নেওয়া হয়েছে তাদের দক্ষতার বা আগ্রহের ক্ষেত্রকে। পরবর্তীতে জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজারের কাছে প্রত্যেকের জন্য পাঠানো হয়েছে প্রকল্পের প্রস্তাব। নিয়ম অনুযায়ী সেই প্রকল্পের জন্য ঋণের প্রস্তাব যায় ব্যাঙ্কের কাছে এবং সেই প্রস্তাবে ব্যাঙ্কের সম্মতিপত্র মেলে। এক অনুষ্ঠানে ১৯ জন এমন মানুষের হাতে তুলে দেওয়া হল ঋণের সম্মতিপত্র। ঋণের সম্মতিপত্র গ্রহণ করে রীতিমত আপ্লুত প্রাপকরা। তাদের কাছে জীবনে এ যেন এক সত্যিই অন্যরকম ফেরা।