অডিটোরিয়াম বাতানুকুল করা উচিতঃ ব্রাত্য বসু
ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় শুক্রবার থেকে মালদা কলেজের দুর্গাকিঙ্কর মঞ্চে শুরু হয়েছে মালদা মালঞ্চ নাট্যোৎসব। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট নাট্যকার তথা মন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সঞ্জীব সরকার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ডি সরকার, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলার অম্লান ভাদুড়ি সহ বিশিষ্ট জনেরা। ছয়দিন ব্যাপী এই নাট্য উৎসবে ভারতবর্ষের ৮টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে বলে জানিয়েছেন উৎসবের উদ্যোক্তা মালদা মালঞ্চ নাট্যগোষ্ঠীর প্রধান পরিমল ত্রিবেদী।
এদিন এই অনুষ্ঠানে ব্রাত্য বসু ( #BratyaBasu) অভিযোগ করে বলেন, মালদা জেলায় দীর্ঘদিন ধরে নাট্যচর্চা হয় সেখানে অবিলম্বে এই দুর্গাকিঙ্কর সদনকে বাতানুকূল করা উচিৎ। তা না হলে নাটকের কলাকুশলীদের অভিনয় করতে সমস্যা হবে। এই নিয়ে তিনি কাউন্সিলর অম্লান ভাদুড়ী-র দৃষ্টি আকর্ষণ করেন। অম্লানবাবু জানান খুব শীঘ্রই এই কাজ সম্পন্ন হয়ে যাবে।
ভিডিয়োঃ দেবরাজ