থিয়েটার সমাজের এক্সরে মেশিনঃ ব্রাত্য বসু
এক্সরে মেশিনের মাধ্যমে যেমন মানবদেহের কোনও অঙ্গের ক্ষয়ক্ষতি জানতে পারা যায়। তেমনই থিয়েটার হল সমাজের এক্সরে মেশিন। মালদা মালঞ্চ আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বললেন বিখ্যাত নাট্যকার তথা মন্ত্রী ব্রাত্য বসু।
তিনি আরও বলেন সমাজে মূলতঃ দুই ধরণের সংস্কৃতি হয়। কেউ গান শুনে মাথা নাড়েন আবার কেউ পা দোলাতে থাকেন। এটা একদিকে মাথা দোলাবার সংস্কৃতি, অন্যদিকে কোমরের নীচের সংস্কৃতি।
ক্লাসিকাল গানে মাথা দোলাবার সংস্কৃতি ক্রমশঃ বিলুপ্ত হতে চলেছে। অথচ একটা জাতি সে কতটা বুদ্ধিমান, সেই জাতি শারীরিকভাবে কতটা সক্ষম সেটা বোঝা যায় জাতিটি ফুটবল কেমন খেলে? আবার একটা জাতি মানসিকভাবে কতটা বুদ্ধিমান কতটা মানসিকভাবে স্বাস্থ্যবান, সেটা বোঝার জন্য অব্যর্থ বিষয় হল থিয়েটার। সেই থিয়েটার থেকেই বোঝা যায় সেই জাতিটা কতটা বুদ্ধিমান না খানিকটা অনগ্রসর। এক্সরে যেমন মানুষের দেহের ক্ষতিগ্রস্ত অংশ নির্দেশ করে সেইমত থিয়েটার হল সমাজের এক্সরে মেশিন যাতে সমাজের অবস্থা বোঝা যায় বলে বর্ণনা করেন ব্রাত্যবাবু।