বিশেষ চাহিদা সম্পন্ন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা
জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে ২০১৭ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন ও কল্যাণ আবাসের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল বুধবার বিপিনবিহারী ঘোষ টাউন হলে। এর ব্যবস্থাপনায় ছিল জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের দপ্তর।
প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, জেলা আরক্ষাধ্যক্ষ অর্ণব ঘোষ, জেলার তিন অতিরিক্ত জেলা সমাহর্তা ভিমলা রঙ্গনাথন, পদম সুমন ও দেবতোষ মণ্ডল, সদর মহকুমাশাসক পার্থ চক্রবর্তী, জেলা সমাজকল্যাণ আধিকারিক অরূপ পোদ্দার, জনশিক্ষা প্রসার আধিকারিক সঞ্জয় বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকগণ। জেলার ৭ টি বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের ১৯ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীকে উত্তরীয়, শংসাপত্র ও উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
টপিকঃ #মাধ্যমিক