অপরাধ বিজ্ঞান ও আমাদের যুবসমাজ
এখানে শিক্ষক জেলার পুলিশ সুপার, শিক্ষার্থী মালদা কলেজের ছাত্র-ছাত্রীরা, শিক্ষণের বিষয়বস্তু-- অপরাধ বিজ্ঞান ও যুবসমাজের ভূমিকা। মঙ্গলবার শিক্ষক দিবসে মালদা কলেজের সেমিনার হলে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক ভিন্ন রকমের ক্লাস পরিচালনা করলেন জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ। দুপুর ১২ ঘটিকা থেকে ১ ঘন্টার এই বিশেষ ক্লাসের উদ্যোক্তা ছিল মালদা জেলা পুলিশ। বর্তমানে বিভিন্ন ধরণের অপরাধ বিশেষ করে সাইবার অপরাধ, এটিএম ব্যাঙ্কিং-এ ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে অপরাধ, ফোন ব্যাঙ্কিং-এর মাধ্যমে জালিয়াতি ও বিভিন্ন অপরাধে যুবসমাজের সক্রিয়তা এবং এর প্রতিকার এর লক্ষে কি কি করণীয় তা নিয়ে বিভিন্ন নিয়ে বিষয় ছাত্রছাত্রীদের অবগত করানো হয়। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার স্বয়ং। এই বিশেষ ক্লাসে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অপরাধ নিবন্ধিকরণ বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য মুখার্জী, ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ বিভিন্ন পুলিশ আধিকারিক। পুলিশ সুপার জানান বর্তমান যুবসমাজকে অপরাধমুক্ত রাখতে এই বিশেষ ক্লাস নেওয়া হয়েছে। ক্লাসে ছাত্র-ছাত্রীদের আগ্রহ ও মনোযোগ ছিল যথেষ্ট উৎসাহজনক বলে জানান পুলিশ সুপার।
