জাতীয় সড়কের পাশে ধাবা থেকে দেশি মদের বোতল উদ্ধার
সামনে থেকে দেখলে মনে হবে নিছকই খাবারের হোটেল বা ধাবা। কিন্তু খাবার বিক্রির আড়ালে চলে অবৈধভাবে মদের ব্যবসা। তা আপনি যে-কোনো কোম্পানির মদ পছন্দই করুন সঙ্গে সঙ্গে তা পেয়েও যাবেন তুলনামূলকভাবে কম দামে। জেলার উত্তর থেকে দক্ষিণে প্রসারিত ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বিভিন্ন স্থানে গজিয়ে ওঠেছে বিভিন্ন খাবারের দোকান, হোটেল ও ধাবা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ সব জেনেশুনেই চোখ বন্ধ করে থাকে কারণ এই ধাবা বা খাবার দোকান কারণ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারাদের সঙ্গে হোটেল বা খাবারের দোকানগুলির অর্থনৈতিক লেনদেন চলে। ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ১৬ মাইল এলাকার এই রকম এক খাবারের দোকানে গোপনসূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ বুধবার রাতে হানা দিয়ে ৫০ বোতল দেশি মদ উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক দিলীপ মণ্ডলকেও।
Tags:
18 views