শ্লীলতাহানির পর প্রাণে মারার হুমকি নাবালিকাকে
নাবালিকার শ্লীলতাহানির পর প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। আজ দুপুরে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবারের লোকজন।
পরিবারের লোকদের বিষয়টি জানানোর জন্য নাবালিকাকে প্রাণে মারার হুমকিও দেয়
নির্যাতিতা নাবালিকা পুরাতন মালদার সাহাপুরের বাসিন্দা। অভিযোগ, কালীপুজোর সময় মালদা থানার সিভিক ভলান্টিয়ার বিপুল মণ্ডল নামে এক যুবক ওই নাবালিকাকে মোটরবাইকে করে ঘুরতে নিয়ে যায়। সেই সময় ওই নাবালিকাকে শ্লীলতাহানি করে বিপুল। সেই ঘটনা কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেয় সে। প্রাণের ভয়ে ওই নাবালিকা কাউকে কিছু বলতে পারেনি। এরপরে মাঝেমধ্যেই ওই নাবালিকাকে শ্লীলতাহানি করত বিপুল। ৫ দিন আগে সেই ঘটনা পরিবারের লোকজনদের জানায় ওই নাবালিকা।
নাবালিকার পরিবারের লোকজনদের বিষয়টি জানানোর খবর পায় বিপুল। গতকাল বিকেলে ওই নাবালিকা জল আনতে গেলে তাকে ফের শ্লীলতাহানি করে বিপুল। পরিবারের লোকদের বিষয়টি জানানোর জন্য নাবালিকাকে প্রাণে মারার হুমকিও দেয় সে। অবশেষে আজ দুপুরে নাবালিকার পরিবার মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
Tags: