নদীর জলে তলিয়ে গেল আড়াই বছরের শিশু
নদীতে খেলতে গিয়ে তলিয়ে গেল আড়াই বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের চর লক্ষ্মীপুরের সিন্ধিয়া গ্রামে।
হংসরাজ সরকারের আড়াই বছরের ছেলে হিমাদ্রি সরকার। বাড়ির পেছনে টাঙ্গন নদীর পাড়ে খেলতে গিয়ে পিছলে পড়ে যায় হিমাদ্রি। নদীতে জলের প্রচুর গভীরতা থাকায় সঙ্গে সঙ্গে ঐ শিশুটি নদীর জলে তলিয়ে যায়। ঘটনাটি চোখে পড়ে যায় স্থানীয় একটি মেয়ের। তাঁর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন নদীর পাড়ে। স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে শিশুটির খোঁজ শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিভিল ডিফেন্সের লোকজন ও মালদা থানা পুলিশ। সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সিভিল ডিফেন্সের লোকজন এবং স্থানীয় কিছু ডুবুরি যৌথভাবে খোঁজাখুঁজি করে অবশেষে ওই শিশুটিকে উদ্ধার করে। শিশুটির মৃতদেহ উদ্ধার করার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়ে ওই মৃত শিশুর পরিবার।

মালদা থানার পুলিশ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
ছবিটি প্রতীকী।