ছেলেধরা সন্দেহে আবার গণপিটুনি শহরে
আবার ছেলেধরা সন্দেহে গণপিটুনি। এবারে ওল্ড মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতেও হামলা চালায়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বেশ কিছুদিন ধরেই জেলায় ছেলেধরা গুজব চরমে উঠেছে৷ এই গুজবে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী এলাকায় গণপ্রহারে মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ মালদা শহরেও এই সন্দেহে গণপ্রহারের শিকার হয়েছে দুই যুবক৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওল্ড মালদায় এক ব্যক্তি গৃহশিক্ষকতা করেন৷ স্থানীয়দের অভিযোগ, কিছুদিন ধরে ওই ব্যক্তি এলাকার একটি ছেলেকে টাকাপয়সা সহ দামি ফোনের লোভ দেখাত৷ এদিন সে ওই ছাত্রকে টাকার লোভ দেখিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল৷ তখনই ওই ছাত্রের বাড়ির লোকজন তাকে ধরে ফেলে৷ নিজের নামও সে বলতে চায়নি৷ তার এহেন আচরণে এলাকার লোকজনের সন্দেহ হয়৷ এরপরেই ক্ষিপ্ত জনতা তাকে মারধর করে৷
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ৷ কিন্তু কয়েকশো মানুষের সামনে দৃশ্যতই অসহায় হয়ে পড়েন পুলিশকর্মীরা৷ পুলিশের সামনে চলতে থাকে মারধর৷ এরপর মালদা থানা থেকেও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়িতে চড়াও হয় স্থানীয়রা৷ শেষ পর্যন্ত পুলিশ ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়৷
মালদা থানার আইসি মানবেন্দ্র সাহা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনও তাঁরা জানতে পারেননি৷ গণপিটুনিতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ চিকিৎসার জন্য আপাতত তাঁকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে৷
Tags: