গালিগালাজের প্রতিবাদ করায় ছুরিকাহত কলেজ ছাত্র
মদ্যপ লরি চালকের হামলা থেকে বাবার বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হয়ে গুরুতর জখম হল এক কলেজ পড়ুয়া। জখম পড়ুয়া বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার কাটামিল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
আক্রান্ত কলেজ পড়ুয়ার নাম বিশাল রাম। বয়স ২১ বছর। বাড়ি চাঁচল থানার সাহেবগঞ্জ এলাকায়। বিশাল রায়গঞ্জ কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র। বিশাল রামের বাবা গোপাল রাম এবং রেজাউল হক দুই বন্ধু। তাদের লরির ব্যবসা রয়েছে। জানা গিয়েছে, বিশাল রামের বাবার বন্ধু রেজাউল হকের লরি চালাতেন অভিযুক্ত নৌসাদ আলি। দুর্ব্যবহারের কারণে নৌসাদ আলিকে গাড়ি থেকে নামিয়ে দেন রেজাউল হক এবং এই নিয়ে তাদের মধ্যে গোলমাল বাধে। অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি পার্কিংয়ের সময় রেজাউল হককে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে নৌসাদ আলি। বিশাল এই ঘটনার প্রতিবাদ করতে গেলে নৌসাদ পকেট থেকে ধারালো ছুরি বের করে তার উপরে হামলা চালায়। ছুরির আঘাত লাগে তার বুকে। ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিশালকে উদ্ধার করে প্রথমে চাঁচল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশালের শারীরিক অবস্থার অবণতি হতে থাকায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
ভিডিয়োঃ কৃতাঙ্ক