চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সেরিব্রাল পলিসি চাইল্ড কেয়ার ইউনিট
পঙ্গু ও জড় বুদ্ধি সম্পন্ন বাচ্চাদের সুচিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল সেরিব্রাল পলিসি চাইল্ড কেয়ার ইউনিট। মঙ্গলবার দুপুরে এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক সুব্রত বন্দ্যোপাধ্যায়।

যে সমস্ত বাচ্চা জন্মের পর শারীরিকভাবে অক্ষম, যারা ঠিকমতো দাঁড়াতে পারে না, বসতে পারে না, সেই সমস্ত বাচ্চাদের ফিজিও থেরাপির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা হবে এই বিভাগে। প্রতি সপ্তাহের বুধ এবং শুক্রবার এই পরিষেবা চালু থাকবে। এই বিভাগ চালু হওয়ার পরই বেশ কিছু বাচ্চার অভিভাবক এই পরিষেবার জন্য হাসপাতালে এসে বাচ্চার নাম অন্তর্ভুক্তি করান।
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, যে সমস্ত বাচ্চা জড়বুদ্ধি সম্পন্ন ঠিকমতো দাঁড়াতে ও বুঝতে পারে না তাদের জন্য চাঁচল হাসপাতালে সেরিব্রাল পালসি চাইল্ড কেয়ার ইউনিট চালু হল। এখানে বিশেষজ্ঞ ডাক্তারেরা সমস্ত বাচ্চাদের ফিজিও থেরাপির মাধ্যমে চিকিৎসা করবেন।