চাঁচলে বেআইনি পোস্ত চাষের জমি তল্লাশি
পুলিশ, আবগারি দপ্তর ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে মিশন জিরো পপি অভিযান চলল চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া ও জালালপুর এলাকায়। এদিনের অভিযানে ছিলেন চাঁচল থানার এএসআই ফজলুর রহমান সহ চাঁচল ২ ব্লক কো-অপারেটিভ ইনস্পেকটর জাবের বিশ্বাস ও আবগারি দপ্তরের আধিকারিকগণ।

অভিযান শেষে চাঁচল ২ ব্লকের জয়েন্ট বিডিও পবিত্র বর্মণ জানান, এদিন চন্দ্রপাড়া ও জালালপুর জিপি এলাকার দ্বি-ফসলি মাঠে গিয়ে বেআইনি পোস্ত চাষের জমির সন্ধান চালানোর পাশাপাশি এলাকার গ্রামবাসী ও চাষিদের সচেতন করা হয়েছে। বেআইনিভাবে পোস্ত চাষ করলে মোটা অংকের জরিমানার পাশাপাশি কারাদণ্ডের সাজা হতে পারে। তবে এদিন কোথাও বেআইনি পোস্ত চাষের সন্ধান পাওয়া যায়নি।
155 views