শর্ট বাউন্ডারি ক্রিকেটে চ্যাম্পিয়ন হরিশ্চন্দ্রপুরের বিতল ডায়মন্ড
হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল ইয়ুথ কমিটির উদ্যোগে রবিবার আয়োজিত হল নৈশকালীন নকআউট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট দেখতে উপস্থিত ছিলেন, জেলা পরিসদের সদস্য সন্তোষ রায়চৌধুরি, রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তাজমুল হোসেন ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বুলবুল খান।

টুর্নামেন্টের উদ্যোক্তা আবুল হোসেন আশরাফি জানান, মালদা ও উত্তর দিনাজপুর থেকে মোট ১৬টি টিম অংশগ্রহণ করেছে। টুর্নামেন্ট দেখতে আসা দর্শকদের ভিড় খেলোয়াড়দের উৎসাহিত করছে।
নকআউট (#Cricket) টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা পায় হরিশ্চন্দ্রপুরের বিতল ডায়মন্ড, রানার্স হয় ইটাহার টিম। ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার বিতল ডায়মন্ড টিমের বিশাল ছিনিয়ে নিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় ইটাহার টিমের রাকিম আলি। চ্যাম্পিয়ন দলকে নগদ ২০ হাজার টাকা সহ ট্রফি ও রানার্স দলকে নগদ ১২ হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয়।