চাঁচলে বাস ও ট্যাক্সির ঝগড়ায় নাজেহাল যাত্রীরা
বাসচালক ও ট্যাক্সিচালকের বিবাদের জেরে শুক্রবার বন্ধ থাকল চাঁচল-মালদা রুটের যাত্রীবাহী বাস পরিষেবা। বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। বাস পরিসেবা স্বাভাবিক রাখতে চাঁচল মহকুমাশাসক বাসচালক ও ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার চাঁচল নজরুল বাসস্ট্যান্ড (#NazrulBusStand) সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে একটি বাস যাত্রী তুলছিল। সেই সময় বাসটির পিছনে আটকে যায় একটি ট্যাক্সি সহ একাধিক যানবাহন৷ ট্যাক্সিচালক বাসচালককে বাস সরাতে বললে বাসচালক সাফ মানা করে দেন। ট্যাক্সিচালক রেগে গিয়ে বাসচালককে গালিগালাজ করে। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই চালক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাস চালকরা চাঁচল-মালদা রুটের বাস পরিষেবা বন্ধ করে দেন। পুলিশি হস্তক্ষেপে তিন ঘণ্টা পর বাস পরিষেবা স্বাভাবিক হলেও শুক্রবার সকাল থেকে ফের বাস পরিসেবা বন্ধ করে দেন বাসচালকরা। বাসচালকদের একাংশের দাবি, পুলিশ ওই ট্যাক্সিচালককে গ্রেফতার না করা পর্যন্ত বাস পরিসেবা বন্ধ থাকবে।
পরের খবরঃ অটো হাঁকছে দ্বিগুণ ভাড়া, শনিবার বন্ধ থাকল চাঁচল রুটের বাস
বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ছোটোখাটো ঘটনাতেই বাসচালকরা বাস পরিসেবা বন্ধ করে দেন। যার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে। ছোটোখাটো ইশ্যুতে বাস পরিসেবা বন্ধ করে দেওয়া উচিত নয়। ঘটনাপ্রসঙ্গে চাঁচল মহকুমাশাসক সব্যসাচী রায় জানান, বাস মালিক ইউনিয়ন ও চালকদের সাথে আলোচনায় বসে সমস্যাটি দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে।