স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আক্রান্ত স্বামী পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ কোনো অভিযোগও নেয়নি বলে অভিযোগ উঠেছে। অবশেষে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত স্বামী। মালদার জেলার মোথাবাড়ি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।
আক্রান্ত স্বামী বেচন মণ্ডল মোথাবাড়ি থানার শিবটোলা গ্রামের বাসিন্দা। পেশায় ভিনরাজ্যে কর্মরত শ্রমিক। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের ১৮ তারিখ ভিনরাজ্য থেকে কাজ করে বাড়ি ফেরেন তিনি। ২০ মে তিনি জানতে পারেন এলাকার এক ঠিকাদারের কাছ থেকে ভিনরাজ্যে শ্রমিকের কাজে শ্রমিক সরবরাহের নাম করে তার স্ত্রী মিনু মণ্ডল ৮০ হাজার টাকা নিয়েছে। এই কথা জানতে পেরে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে। পুনরায় ২১ মে স্বামী-স্ত্রীর মধ্যে আবার বচসা হয়।
অভিযোগ, সেদিনই স্বামীকে ঘরে বন্ধ করে গায়ে আগুন লাগিয়ে দেয় স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকেরা। কোনোক্রমে ঘর থেকে বেরিয়ে পুকুরে ঝাঁপ দেয় বেচন। স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় বেচনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। এই ঘটনার পর আক্রান্ত স্বামীর পরিবারের সদস্যরা অভিযোগ নিয়ে বারবার মোথাবাড়ি থানার দ্বারস্থ হলেও অভিযোগপত্র গ্রহণ করেনি মোথাবাড়ি থানার পুলিশ বলে অভিযোগ। নিতান্তই অভিযোগ নিয়ে শনিবার জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষের দ্বারস্থ হয়েছে আক্রান্ত স্বামী ও তার পরিবার।
ভিডিয়োঃ কৃতাঙ্ক