জেটি সংস্কারের জন্য ঘাট প্রতি পাঁচ লক্ষ বরাদ্দ

গঙ্গা ও ফুলহার নদীতে ১১ টি ইজারা দেওয়া ঘাটের জেটি সংস্কারের জন্য
প্রত্যেক ঘাট প্রতি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার
জেলার বেশ কিছু অংশের পরিবহনের প্রধান মাধ্যম হল নৌপথ। বিশেষ করে মানিকচক, রতুয়া, কালিয়াচক, বৈষ্ণবনগর ব্লকের বেশ কিছু নদীতীরবর্তী অঞ্চলের মানুষদের জেলার মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হল নৌকা। গঙ্গা ও ফুলহার এই অঞ্চলের প্রধান নদীগুলির অন্যতম যেগুলি বর্ষাকালে জলস্ফীতি ঘটে। কিন্তু এই অঞ্চলের নদীর জেটিগুলি সংস্কারের অভাবে ও নৌ পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী ও মাল বহন করার ফলে অধিকাংশ ক্ষেত্রেই ঘটে দুর্ঘটনা যার ফলে জীবনহানি ঘটে। এই দুর্ঘটনা ও প্রাণহানি রোধ করার লক্ষ্যে কিছু উদ্যোগ গ্রহণ করলো রাজ্য সরকার। জেলা পরিষদের সহকারি সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন যে মালদা জেলা পরিষদের অধীনে গঙ্গা ও ফুলহার নদীতে ১১ টি ইজারা দেওয়া ঘাটের জেটি সংস্কারের জন্য প্রত্যেক ঘাট প্রতি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর। এছাড়া পরিবহন দপ্তর মানিকচকে দেড় কোটি টাকা ব্যয়ে একটি লঞ্চের ব্যবস্থা করেছে আপৎকালীন অবস্থায় সহায়তা ও উদ্ধারকাজে সহায়তা করার জন্য। জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর কমিটির সদস্য দুলাল সরকার (বাবলা) বলেন যে যাত্রীদের নৌপথে যাতায়াতের সঙ্গে যুক্ত ১১টি জেটিকে প্রথম পর্যায়ে সংস্কারে তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরো কিছু বড় জেটির সংস্কার করা হবে। সংস্কারের পাশাপাশি জেটিগুলিতে থাকবে প্রশিক্ষিত ডুবুরি ও লাইফ জ্যাকেট। দুর্ঘটনায় যাত্রীদের কিভাবে উদ্ধার করা হবে সে বিষয়ে মাঝিদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া নৌকায় অতিরিক্ত যাত্রী ও মালপত্র বহনের উপর নজরদারি করা হবে যাতে কোনো সমস্যা ছাড়া নৌযাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারে।