ঘোড়াপীর থেকে পিরান-ই-পীর রাস্তার সংস্কারের জন্য ২ কোটি বরাদ্দ
ইংরেজবাজার ব্লকের ঘোড়াপীর থেকে পিরান-ই-পীর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। উল্লেখ্য বছরের প্রায় সবসময়েই পিরান-ই-পীর স্থানটি মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এখানে সমবেত হন। ইতিহাস প্রসিদ্ধ পীর হজরত আঁখি সিরাজুদ্দিনের সমাধিস্থল এটি, তাই মুসলিম সম্প্রদায়ের কাছে এই স্থানটির ধর্মীয় গুরুত্ব অপরিসীম। ঘোড়াপীর থেকে নুনবহি পর্যন্ত রাস্তাটি কিছুটা সুগম থাকলেও নুনবহির পর থেকে রাস্তার বাকি অংশের অবস্থা খুবই করুণ। এবড়ো খেবড়ো ভাবে রাস্তার পিচ উঠে গিয়ে কঙ্কালসার চেহারা হয়েছে। বর্ষাকালে এই অংশে চলাচল খুবই কষ্টকর। স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি সংস্কারের। অবশেষে রাস্তাটির প্রশস্তিকরণ ও সুদৃঢ়করণের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। রাস্তার পাশে বৃক্ষরোপন করা হবে। এছাড়া সমগ্র রাস্তার দুটি গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে কোনো চৌমাথার মোড়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন হাই ল্যাম্প পোস্ট বসানো হবে যাতে এলাকাগুলি আলোকিত থাকে। বর্ষার পরেই এই কাজ শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।