বেহুলা নদীর বাঁধ ভেঙেছে মহিষবাথানির কদমতলিতে
বেহুলার জল ঢুকছে পুরাতন মালদা পৌর এলাকাতেও৷ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের কদমতলিতে বেহুলার বাঁধ ভেঙে গিয়েছে৷ সেই বাঁধভাঙা জল পৌরসভার একাধিক ওয়ার্ডে ঢুকে পড়েছে৷ জলস্তর বাড়ছে৷ নতুন করে বানভাসি হয়েছেন বহু মানুষ৷ তাঁদের বিভিন্ন ত্রাণ শিবির ও অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে৷ তাঁরা দুর্গত মানুষের পাশে রয়েছেন৷ কিন্তু এই বিপুল সংখ্যক মানুষকে ত্রাণ দিতে কিছুটা সমস্যা হচ্ছে৷ তাই তাঁরা দুর্গতদের কাছ থেকেও সহযোগিতা চাইছেন৷

এদিকে গতকালের তুলনায় মহানন্দার জলস্তর আরও বেড়েছে৷ এদিন বেলা ১২টায় মহানন্দা চরম বিপদসীমা ২১.৭৫ মিটার থেকে ১.৫৬ মিটার বেশি উচ্চতায় বইছে৷ তার জলস্তর রয়েছে ২৩.৩১ মিটার৷ জল বাড়ছে গঙ্গারও৷ এদিন বেলা ১২টায় গঙ্গা ২৪.৬২ মিটার উচ্চতায় বইছে৷ আর মাত্র ৭ সেন্টিমিটার জল বাড়লেই প্রাথমিক বিপদসীমায় পৌঁছে যাবে গঙ্গা৷ তবে ফুলহরের জল নামা অব্যাহত রয়েছে৷ এদিন দুপুরে ফুলহর প্রাথমিক বিপদসীমা ২৭.৪৩ মিটার থেকে ৫ সেন্টিমিটার নীচ দিয়ে ২৭.৩৮ মিটার উচ্চতায় বইছে৷ জেলা সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে মহানন্দার জলস্তর বৃদ্ধি নিয়েই চিন্তিত সবাই৷ আশা করা হয়েছিল, শনিবার রাত থেকে মহানন্দার জল নামতে পারে৷ কিন্তু বাংলাদেশ থেকে নদীর বিপরীত স্রোত সেচকর্তাদের ঘুম উড়িয়েছে৷