রতুয়ায় সালিশি সভায় লোহার রড দিয়ে মারধর
সালিশি সভায় মারধরের ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রতুয়া থানায় মাদিয়াঘাটের চাঁদপাড়া গ্রামে। এখনো পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে এদিনই পুলিশে অভিযোগ করবেন বলে জানান আক্রান্ত ব্যক্তি।
আক্রান্ত ব্যক্তির নাম শেখ তাইমূল(৫৫)। তিনি গৃহস্থালির কাজ করেন। গতকাল বিকেলে বাড়ি সংস্কার করার জন্য তিনি লোক নিযুক্ত করেন। সেই সময় সিমেন্ট-বালুর মিশ্রিত জল প্রতিবেশী শেখ রেজাউলের বাড়ির সামনে জমে যায়। এই নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন অকথ্য ভাষায় গালিগালাজ দেয় রেজাউল। এই ঝামেলা মেটাতে সন্ধেতে বসে সালিশি সভাও। কিন্তু সালিশি সভাতে রেজাউল ও তার ছেলেরা লাঠিসোটা সহ লোহার রড দিয়ে মারধর করে তাইমূল সাহেবকে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়।
তাইমূল সাহেব জানান, সালিশি সভাতেই শেখ রেজাউল, শেখ বেটুন, শেখ সামরুল সহ ৬ জন মিলে লাঠিসোটা ও লোহার রড দিয়ে তাঁকে মারধর করে। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় ৮টি সেলাই পড়েছে। এই ঘটনায় তিনি এখনো থানায় অভিযোগ জানাতে পারেননি। তবে এদিন তিনি শেখ রেজাউল সহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন।