অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধৃত বাংলাদেশি
অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এক বাংলাদেশি নাগরিককে আটক করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহঃ মুস্তাফা (২৬) বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা। পরে বিএসএফ জওয়ানরা ধৃতকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার ধৃত বাংলাদেশিকে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে ইংরেজবাজার থানার লুধিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে ধৃত ওই বাংলাদেশি নাগরিক। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়তেই তারা বাংলাদেশি নাগরিকটিকে আটক করে। পরে তারা তাঁকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে তোলে পুলিশ। তবে কী কারণে ওই যুবক অনুপ্রবেশ করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিএসএফ জওয়ানদের নজরে পড়তেই তারা বাংলাদেশি নাগরিকটিকে আটক করে