মদ্যপ দেওরের মারধরে গুরুতর আক্রান্ত বউদি
দেওরের হাতে গুরুতর আক্রান্ত হলেন বউদি। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার জগডোলা গ্রাম পঞ্চায়েতের আদাডাঙ্গা এলাকায়। অভিযুক্ত দেওরের বিরুদ্ধে থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে।
আক্রান্ত মহিলার নাম আরতি সরকার (৪৫)। স্বামী রঞ্জিত সরকার কৃষক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রঞ্জিত সরকারের সঙ্গে তাঁর ভাই সঞ্জিত সরকারের বিবাদ। সেই বিবাদের জেরেই মাঝেমধ্যেই মদ খেয়ে বাড়িতে এসে দাদা-বউদিকে গালিগালাজ করত সঞ্জিত। গতকাল রাতে আরতিদেবী বাড়ির পেছনে গরু আনতে যান। সেই সময় সঞ্জিত বাঁশ দিয়ে আরতিদেবীকে মারধর করে। আরতিদেবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন। এদিকে প্রতিবেশীদের ছুটে আসতে দেখেই পালিয়ে যায় সঞ্জিত।