তৃণমূল কর্মীকে মারধর সহ শ্লীলতাহানির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
মহিলা তৃণমূল কর্মীকে মারধর করে খুনের চেষ্টা সহ শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজনৈতিক মহল। আক্রান্ত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তির বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যদের দিকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বামনগোলা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের খুটাদহ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।
আক্রান্ত সমর্থকের নাম অন্নপূর্ণা সরকার গাইন। স্বামী সাগর গাইন। উভয়েই তৃণমূলের সক্রিয় কর্মী। জানা গিয়েছে, বছর দেড়েক আগে ওই এলাকার বিজেপি সমর্থক সুভাষ ভক্তের বিরুদ্ধে অন্নপূর্ণাদেবী বামনগোলা থানায় শ্লীলতাহানির লিখিত অভিযোগ জানান। অভিযোগ, এবারের পঞ্চায়েত নির্বাচনে ১১ নম্বর সংসদ থেকে জয়ী হয়ে সুভাষ ভক্ত অভিযোগ প্রত্যাহারের জন্য অন্নপূর্ণাদেবীকে চাপ দিতে থাকেন। অন্নপূর্ণাদেবী পুনরায় থানায় অভিযোগ জানান। এদিন দুপুরে তদন্ত করতে গ্রামে যায় বামনগোলা থানার পুলিশ। পুলিশবাহিনী গ্রাম ছেড়ে যেতেই সুভাষ ভক্ত তার দলবল নিয়ে অন্নপূর্ণার বাড়িতে চড়াও হয়। অন্নপূর্ণাদেবীকে বেধড়ক মারধরের সাথে শ্লীলতাহানির শিকার হতে হয় বলে অভিযোগ। গ্রামবাসীরা অন্নপূর্ণাদেবীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। বর্তমানে তিনি মেডিকেল কলেজেই চিকিৎসাধীন। গোটা ঘটনায় বিজেপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।
ভিডিয়োঃ কৃতাঙ্ক