ঐতিহ্যবাহী মালদার বাবলাবনা শিববাড়ির চড়ক পূজা
চৈত্রের শেষ থেকে বৈশাখ মাসের প্রথম পর্যন্ত ভক্তরা মহাদেব শিব ঠাকুরের আরাধনা করতে থাকেন। মহাদেবের সন্তুষ্টি লাভের আশায় সপ্তাহব্যাপী নানান পূজার আয়োজন করেন তারা। ফল পূজা, কাদা পূজা, নীল পূজাসহ সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা পালন শেষে আয়োজিত হয় গা শিউরে উঠা চড়ক পূজা। উপরের ভিডিয়োটি মালদা জেলার বাবলাবনা শিববাড়ির চড়ক পূজা। চড়ক পূজায় পিঠে বাণ ফুড়িয়ে চড়ক গাছের সঙ্গে বাশঁ দিয়ে তৈরি করা বিশেষ এক ধরনের চড়কায় ঝুলন্ত দড়ির সঙ্গে পিঠের বড়শি বেঁধে দেওয়া হয়। তখন বাণ বিদ্ধ সন্ন্যাসীরা শূণ্যে ঝুলতে থাকেন। রাতে নীল পূজার পর সন্ন্যাসীরা উপোস থাকেন। পরদিন বিকেলে এ চড়ক পূজা শেষেই উপোস ভাঙেন তারা।
বিধিসম্মত সতর্কীকরণঃ দুর্বলচিত্তের মানুষেরা ভেবেচিন্তে প্রবেশ করুন - ক্লিক করুন
ভিডিয়ো তুলেছেন কৃতাঙ্ক