পায়ে হেঁটে মালদায় দিল্লির আশিস শর্মা
উন্মুক্ত ভারত নামে একটি অভিযানে ৯ হাজার ৪৮৩ কিলোমিটার পায়ে হেটে মালদা এসে পৌঁছলেন এক দিল্লি নিবাসী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এদিন তিনি মালদার জেলাশাসকের সঙ্গে দেখা করেন। তাঁর লক্ষ্য দেশ থেকে শিশু ভিক্ষুক দূর করা। তাঁর এই অভিযানে খুশি মালদার জেলাশাসকও।
দিল্লির বাসিন্দা আশিস শর্মা। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি উন্মুক্ত ভারত নামে একটি অভিযান শুরু করেছেন। এই অভিযানের মাধ্যমে তিনি সাধারণ মানুষদের সচেতন করতে চান। এই অভিযানে তিনি ১৭ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করবেন। তিনি জানান, ২২ অগাস্ট ২০১৭ থেকে এই অভিযান শুরু করে এখনো পর্যন্ত ৯ হাজার ৪৮৩ কিলোমিটার হেঁটে এদিন তিনি মালদা পৌঁছেছেন। জম্মু, হিমাচল, পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, গোয়া সহ বেশ কিছু এলাকায় তিনি এই অভিযান চালিয়েছেন। এদিন তিনি মালদার জেলাশাসকের সঙ্গে দেখা করেন। তিনি জেলাশাসকের সঙ্গে জেলাবাসীদের অনুরোধ জানান, সাধারণ মানুষ যেন কোনো শিশুকে ভিক্ষা না দেন। কারণ ভিক্ষে দিলেই সেই শিশু আর স্কুল মুখী হবেনা। ভবিষ্যতে এরাই সমাজে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হবে।
তিনি আরো জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসন ও স্কুলে স্কুলে তিনি এই অভিযান চালাবেন। আগামী ২৭ দিন তাঁর পশ্চিমবঙ্গে থাকার পরিকল্পনা রয়েছে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক