ইয়াবা ট্যাবলেট পাচারের আগেই বিএসএফের জালে এক
১৫ হাজার টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ। ধৃতকে পুলিশের মাধ্যমে জেলা আদালতে পেশ করা হয়েছে।
গতকাল রাতে কর্তব্যরত জওয়ানরা সীমান্ত এলাকা থেকে মোটর সাইকেল ও ইয়াবা ট্যাবলেট সহ এক ভারতীয় পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির হেপাজত থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃত পাচারকারীর নাম হালিম শেখ। হালিম কালিয়াচকের সুখনগরপুরের বাসিন্দা। সাত মাস ধরে সে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট সে কালিয়াচকের ফারুক শেখ নামে এক ব্যক্তির থেকে নিয়ে বাংলাদেশে পাচার করত।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments