পাইপগান ও কার্তুজ সহ ধৃত এক

গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে কালিয়াচকের ১৮ মাইল এলাকার জলাধিটোলার মাঠ থেকে মন্টু সেখ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে পুলিশ ১টি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যায় ,গভীর রাতে ওই মাঠে তাঁকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা। এরপর খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।