গাজোলে তিরন্দাজি প্রতিযোগিতা
জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় ও গাজোল ব্লক ক্রীড়া সংস্থার সহায়তায় মঙ্গলবার এক দিবসীয় অনূর্ধ্ব ১৫ বছর বালক-বালিকা বিভাগের তিরন্দাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গাজোল ব্লক ক্রীড়া সংস্থার মাঠে।

পতাকা উত্তোলন করে ক্রীড়া অনুষ্ঠানের শুভসূচনা করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। অন্য বিশিষ্ট অতিথিদের মধ্যে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) ভিমলা রঙ্গনাথন, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পদম সুমন, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, জেলা ক্রীড়া যুব কল্যাণ আধিকারিক ডা. সুধাংশুকুমার পাইক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই প্রথম গাজোলে আধুনিক তিরন্দাজি (#Archery) প্রতিযোগিতা হল। বালক-বালিকা মিলিয়ে ৫৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।