সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আধিকারিকের দ্বারস্থ অঙ্গনওয়াড়ি কর্মীরা
আইসিডিএস সুপারভাইজার বদলির দাবিতে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিল আইসিডিএস কর্মীরা। কর্মীদের দাবি, আইসিডিএস সুপারভাইজার শংকরী দাস রায় আইসিডিএস কর্মীদের ওপর মানসিক নির্যাতন করছেন। চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। একাধিক অভিযোগ নিয়ে আজ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে তাঁরা ডেপুটেশন প্রদান করলেন।
আইসিডিএস কর্মী সুপ্রিয়া মজুমদার জানান, শংকরী দাস রায় বেনিফিশিয়ারি অনুযায়ী সেন্টারগুলিতে খাবার প্রদান করছেন না। বিভিন্ন সময় টাকা দাবি করছেন চাঁদা হিসেবে। বহুদিন আগে করোনা মোকাবিলায় টাকা তোলা হয়ে গেলেও তা জমা করলেন এই ক’দিন আগে। আইসিডিএস কর্মী মধুমিতা রায় হালদার জানান, বেশ কিছুদিন আগে ওই শংকরী দাস তাঁকে মানসিকভাবে হেনস্থা করেছিলেন। অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সুপারভাইজার শংকরী দাস রায়। তিনি বলেন, তিনি যা বলার তা উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবেন।
[ আগের খবরঃ ত্রাণ তহবিলে সাহায্য না করলে চাকরি কেড়ে নেওয়ার হুমকির অভিযোগ ]
[ আরও খবরঃ কুশিদায় কংক্রিটের রাস্তা, কাটল দশ গ্রামের দুর্ভোগ ]
হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান, কিছু আইসিডিএস কর্মী বিভিন্ন বিষয় নিয়ে তাঁর কাছে ডেপুটেশন পত্র জমা করলেন। আমরা সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টি খতিয়ে দেখব।